বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরে খবর, মঙ্গলবার কোনো কোনো জায়গায় সেই তাপমাত্রা ছড়িয়ে যেতে পারে। সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পারদ চড়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দমদম তো ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল, আলিপুরে যা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর রেকর্ড গরম কলকাতায়। আজও রক্ষা নেই বঙ্গবাসীর। একেবারে গরম তাওয়ায় পুড়ছে বাংলা। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি।

মঙ্গলবারের জন্য সতর্কবার্তা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, আজ আরো তাপ প্রবাহের সম্ভাবনা। আজও বেলা বাড়লেই গরম হাওয়ার দাপটে নাস্তানাবুদ হতে হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেভাবে এগোচ্ছে, এপ্রিলেই ৪৫ পার, তাতে আগামী দিনগুলোয় কোথায় গিয়ে থামবে, তা অনুমান করাও দুরূহ হয়ে যাচ্ছে। হাওয়া অফিস বলছে ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। ৪ মে বৃষ্টি হলেও হতে পারে। আলিপুর আবহাওয়া বলছে, ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আপেক্ষিক আদ্রতা কম থাকায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *