বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের খোঁজ পেল সিবিআই! উদ্ধার একাধিক বিদেশ অস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি।

সামনে আসছে আন্তজাতিক অস্ত্র পাচারের যোগ। আর এর মধ্যেই এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বলেন, চকোলেট বোমা ফাটলেও সিবিআই এবং এনএসজি’কে দরকার পড়ে? যুদ্ধ চলছে নাকি? এমনকি স্থানীয় পুলিশকে না জানিয়েই অভিযান করা হচ্ছে। এক তরফা হয়েছে বলেও তোপ প্রশাসনিক প্রধানের। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে আজ শনিবার আসানসোল এবং কুলটিতে ব্যাক টু ব্যাক সভা করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার চলাকালীন সন্দেশখালি ইস্যুতে বক্তব্য রাখেন। (Mamata Banerjee) বলেন, যে অস্ত্র উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি নিজেরাই হয়তো আগে থেকে রেখে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

 

পাশাপাশি এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তা নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রচারে আসার আগে শুনলাম আজও সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছ ওরা কী বোমা রেখে আর চাকরি খেয়ে জিতে যাবে? তোপ মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও এদিন নাম না করে আক্রমণ শানান। বলেন, উনি তো একজন শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বললেন তখন চুপ কেন চুপ ছিলেন?

পাশাপাশি গতবার আসানসোলের বিজেপি প্রার্থী লোকসভায় অনেক টাকা ছড়িয়ে জিতেছিল বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগের বার শুনেছি কাউকে এক কাউকে দুই… প্রচুর টাকা ছড়িয়ে বিজেপি প্রার্থী জিতেছিলেন। এবার টাকা দিতে এলে ১৫ লাখ টাকা চাইবেন বলে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। এছাড়াও এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান।

বলে রাখা প্রয়োজন, এদিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার পথে হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সময় তাঁকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। যদিও কোনও ভাবে পরিস্থিতি সামলে কুলটিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর তিনি জনসভায় ভাষণও দেন। তবে সূত্রের খবর, পায়ে কিছুটা চোট লেগেছে সুপ্রিমোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *