বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাঁচ বছরে পাঁচ প্রধানমন্ত্রী পাবে দেশ, যদি কংগ্রেস ক্ষমতায় আসে। কোলাপুরে ভোট প্রচারে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে এদিন কড়া ভাষায় ফের একবার আক্রমণ করেন মোদী।

যদিও পালটা জ্ঞানী বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, আব কি বার দেশ জনতার প্রধানমন্ত্রী পাবে। আর তা ঘিরে শুরু হয়েছে জোড় রাজনৈতিক বিতর্ক।

ইতিমধ্যে দু’দফায় নির্বাচন হয়ে গিয়েছে। এখনও পাঁচ দফায় ভোট (Lok Sabha Election 2024) রয়েছে দেশে। প্রচারে ঝড় উঠছে। তেমনই মহারাষ্ট্রের কোলাপুরে শনিবার গিয়ে মোদী (MOdi) বলেন, ইন্ডিয়া জোট তিন সংখ্যার আসনও পাবে না, জয়ের দোরগোড়াতেও পৌঁছতে পারবে না, তবে সরকার গড়লে প্রতি বছর একজন করে প্রধানমন্ত্রী দেবে।

এই প্রসঙ্গে মোদী উল্লেখ করেন, কর্নাটকে কংগ্রেস ঠিক করেছে আড়াই বছর অন্তর মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে উপ মুখ্যমন্ত্রীকে। ছত্তিসগঢ় ও রাজস্থানেও আগে ছিল এই একই ব্যবস্থা। মোদীর দাবি, কর্নাটক মডেলই গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। আর সেখানে ওবিসি-র মধ্য়ে অন্তর্ভুক্ত করা হয়েছে মুসলিমদের।

তিনি দাবি করেন, কংগ্রেস আদতে তোষণের রাজনীতি করছে, ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। মোদীর মতে, দেশের সংবিধানটাই বদলে দিতে চাইছে কংগ্রেস। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, কংগ্রেস শুধুই অযোধ্যায় রাম মন্দির তৈরিতে আপত্তি জানায়নি, তারা আমন্ত্রণেও সাড়া দেয়নি। এদিনও মোদীর মুখে শোনা যায় কংগ্রেসের সম্পদ পুনর্বন্টনের ঘোষণার কথা। তিনি বলেন, আপনার সম্পদ নিয়ে কংগ্রেস তাদেরকেই দেবে যারা মুসলিমদের অগ্রাধিকার দেওয়ার কথা বলে।

কংগ্রেস যে উত্তরাধিকার করের উদাহরণ দিয়েছে, সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এই ধরনের মানুষদের একটা সুযোগও পাওয়া উচিত নয়। প্রথম দু’দফাতেই এনডিএ ২-০ অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

যেহেতু কোলাপুর ফুটবলের জন্য বিখ্যাত, তাই সেখানে গিয়ে মোদী বলেন, কংগ্রেস দুটো আত্মঘাতী গোল করে ফেলেছে আর এনডিএ রয়েছে ২-০ অবস্থানে। তিনি আরও বলেন, আমি জানি ভোটাররা তৃতীয় দফায় এমন একটা গোল করবে যে ইন্ডিয়া জোটকে খুঁজে পাওয়া যাবে না।

বলে রাখা প্রয়োজন, নির্বাচনের আগে দেশে মোদী বিরোধী সমস্ত আঞ্চলিক দল একজোট হয়ে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। যদিও বাংলায় কোনও জোট হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *