বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাঞ্জাবের বিরুদ্ধে হারের দিনেই বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর। এবারের আইপিএলে বিতর্ক থেকে অনেকটা দূরেই থাকছেন নাইট মেন্টর।

কিন্তু শুক্রবার ইডেনে নিজের মেজাজের রাশ ধরে রাখতে পারলেন না কেকেআরের মেন্টর। ম্যাচ চলাকালীন চতুর্থ আম্পায়ারের সঙ্গে নজিরবিহীনভাবেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কি হয়েছিল গোটা ঘটনটি? ম্যাচের ১৩.৬ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ডাগ আউটে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত ম্যাচের চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিও শুরু করে দেন।

আন্দ্রে রাসেলকে বল করেন রাহুল চাহার। রাসেল এই ডেলিভারিটা কভারের দিকে কাট করেন। কিন্তু, বলে গতি এত বেশি ছিল যে সহজে তা ধরতে পারেননি আশুতোষ শর্মা। ইতিমধ্যে রাসেল আরও একটি রান নেন। কিন্তু, ততক্ষণে আম্পায়ার আচমকা ওভার ঘোষণা করে দেন। ফলে রাসেলের রানটা আর কাউন্ট হয়নি। এর বিরুদ্ধে ক্ষোভ জানান গম্ভীর, সেখানে ইপস্থিত ছিলেন অধিনায়ক শ্রেয়সও।

বোলিং বিভাগের এই কঙ্কালসার অবস্থা দেখতে হবে, হয়তো আশা করেননি মেন্টর গৌতম গম্ভীরও। আঙুলে চোটের কারণে খেলানো যায়নি মিচেল স্টার্ককে। তাঁর পরিবর্তে দলে আসা দুষ্মন্ত চামিরা তিন ওভারে দেন ৪৮ রান। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় পরীক্ষা কেকেআরের। দিল্লির বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে পারেন স্টার্ক।
কেকেআরের ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতে পাঞ্জাব ম্যাচে শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘যে আঙুল দিয়ে বল ছাড়ে, সেখানেই চোট পেয়েছেন স্টার্ক। তবে এখন অনেকটাই সুস্থ। আগামী ম্যাচে ফিরে আসার সম্ভাবনা বেশি।’

দলের হারের প্রসঙ্গে তিনি বলেন, ‘টি২০ ক্রিকেটে কোনও দিনও বোলারদের কথা ভেবে কিছু করা হয়নি। পরিস্থিতি এখন আরও পাল্টে গিয়েছে। কোন জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে অস্বস্তিতে রাখা যায়, বোঝা যাচ্ছে না। তবে ২৬১ রান করার পরে বিপক্ষকে আটকে দেওয়া উচিত ছিল।”

২৬১ রান করেও কেন জিততে পারলেন না তার কারণ খুঁজতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক শ্রেয়স। তবে কারও উপর আলাদা করে দোষ চাপাচ্ছেন না অধিনায়ক। নাইটদের নেতা বলেন, ‘দুটো দলই খুব ভাল খেলেছে। আমাদের সাজঘরে ফিরে গিয়ে দেখতে হবে কোথায় আমরা হারলাম? কেন এই রান বাঁচাতে পারলাম না? আমাদের সব খতিয়ে দেখে আরও ভাল পরিকল্পনা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *