বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শান্তিপূর্ন ভোট শিলিগুড়িতে।আজ বিকেল আড়াটে পযর্ন্ত ৬৩% ভোটদান হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি কলেজ মাঠের লম্বা লাইন দেখা গেছে আজ দুপুরে। আজ দুপুরে ভোট পড়েছে বেশ ভালই।
যদিও আজকে ভোটদাতারা সকালের পরে আর বেশী আসেন নি।তিনটের পরে কলেজ মাঠে লম্বা লাইন দেখা গেছে। এদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। একমাত্র আঠাশ নং ছাড়া কোথাও সেভাবে কোন ধরনের গন্ডোগল এর খবর এখনো পর্যন্ত নেই। শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকা জুড়ে মানুষের উত্তেজনা চরমে দেখা গেছে ভোটদানকে কেন্দ্র করে। সবচাইতে বেশী ভীড় লক্ষ করা যায় শিলিগুড়ি কলেজ পাড়ায়। সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে যথেষ্ট ভীড় দেখা গেছে। সব দলের মানুষ উপস্থিত থাকলেও কোন ধরনের উত্তেজনা দেখা যায় নি শিলিগুড়ির কোন জায়গাতেই।