বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরে যখন ভোট হচ্ছে তখন পিংলায় বিজেপি বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী। তিনি সভা করছেন পিংলায়।

 

সেখানে তিনি বলেন,এবার দেব জিতলে, জুন জিতলে আমি মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেব। তাঁর মুখে বার বার ‘আমি’ সর্বনাম শুনে বিরোধীরা বলেন, তৃণমূল মানে এক ও অদ্বিতীয় মমতা। তিনি বলেন, বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসেছে। সিএএ নিয়ে এসেছে। ইউনিফর্ন সিভিল কোড নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব।

উত্তরে যখন ভোট হচ্ছে তখন দক্ষিণবঙ্গে জোরকদমে ভোট প্রচার করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। পিংলায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে মাঠে নামে দেখা গেল মমতাকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। সুর চড়ালেন দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া নিয়েও। তিনি বলেন, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা। উন্নয়নে বাংলার সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা। ৬৭টা প্রকল্প আমরা চালাই। ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। বিজেপি ভোট চাইবার আগে আমার ৫টা প্রশ্ন থাকবে। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কেউ টাকা পেয়েছে? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *