বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গের জামালপুর-সহ একাধিক জায়গায় বাসিন্দারা আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে চিঠি পেয়েছেন। যা নিয়ে এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বিকল্প কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার তিনি সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন। সেখানে তিনি বাংলায় আধার কার্ড হঠাৎ নিষ্ক্রিয় হওয়ার কারণ জানতে চেয়েছেন।

 

প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠির অনুলিপি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নিন্দা করছেন। তিনি সেখানে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে বিশেষ করে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়কে লক্ষ্য করেই করা হয়েছে। তিনি আরও বলেছেন, আধার কার্ড থাকুক বা না থাকুক রাজ্যের প্রতিটি বাসিন্দা সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, তিনি প্রধানমন্ত্রীর নজরে আনতে চান, রাজ্যের লোকেদের বিশেষ করে পশ্চিমবঙ্গের তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি ভুক্ত লোকেদের আধার কার্ড নিষ্ক্রিয়করণ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, নয়াদিল্লিতে ইউআইডিএআই-এর প্রধান কার্যালয় কোনও তদন্ত ছাড়াই রাজ্যকে আস্থায় না নিয়ে সরাসরি কোনও ব্যক্তি কিংবা পরিবারের সদস্যদের আধার নিষ্ক্রিয়করণের চিঠি দিয়েছে। যা আধার রেগুলেশন ২০২৬-র ২৮এ ধারার বিরুদ্ধে। এক্ষেত্রে আধার কার্ডধারীদের কোনও কথা বলার সুযোগ না দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করা আধার আইনের ২৯(১) ধারার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

এই অবস্থায় তিনি তফশিলি ফেডারেশন-সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিত্ব পেয়েছেন। আধার নিষ্ক্রিয় হওয়ার কারণে রাজ্যের বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কারণ বিপুল সংখ্যক মানুষ এর প্রতিকারের জন্য জেলা প্রশাসনের কাছে যাচ্ছেন। রাজ্যের প্রতিটি নাগরিক এব্যাপারে ভয়ের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী চিঠি প্রশ্ন করেছেন, তিনি কোনও কারণ ছাড়াই আধার কার্ড নিষ্ক্রিয় করার কারণ জানতে চাইছেন। এটা কি সুবিধাভোগীদের সুবিধা থেকে বঞ্চিত করা, নাকি নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা? তিনি তফশিলি জাতি, উপজাতি, অন্য অনগ্রসর শ্রেণি এবং সমাজের দরিদ্র অংশের স্বার্থের বিরুদ্ধে আধার কার্ড নিষ্ক্রিয় করার এমন পদক্ষেপে হতবাক বলে জানিয়েছেন। সেই কারণেই তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনছেন বলে জানিয়েছেন।

এদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেছেন, আধার কার্ড নিষ্ক্রিয় করার নেপথ্যে রয়েছে এনআরসি। তিনি বলেছেন, রাজ্যে কোনওভাবেই এনআরসি করতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *