বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শ্যুটিংয়ের সেটেই মন দেওয়া নেওয়া। অবশেষে চার হাত এক হতে চলেছে টলিপাড়ায়। বাংলা জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের দুই তারকার বিয়ে। মিঠাই সিরিয়ালের নায়ক আদৃত রায় বিয়ে করছেন অভিনেত্রী কৌশাম্বিকে। একই সিরিয়ালে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।
সিরিয়ালের সেটে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন। কিন্তু কেউ কখনওই প্রকাশ্যে কাউকে কিছুই বলেননি। অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে এলো। আগামী ৯ মে কৌশাম্বিকে বিয়ে করছেন আদৃত রায়। ইতিমধ্যেই তাঁদের বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছে। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।
কয়েকদিন আগেই আদৃত-কৌশাম্বির বিয়ে উপলক্ষ্যে ফের অকজোট হয়েছিল মোদক পরিবার। কিন্তু সেখানে দেখা যায়নি মিঠাই বা সৌমিতৃষাকে। মিঠাই সিরিয়াল করার পরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মিঠাই। সরাসরি অভিনেতা দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। প্রধান ছবিতে দেবের বিপরীতে কাজ করেছেন সৌমিতৃষা। যদিও ছবিটি খুব একটা ভাল বক্স অফিস কালেকশন করতে পারেনি।
শোনা যায় সিরিয়াল চলাকালীনই নাকি আদৃত রায়ের সঙ্গে সৌমিতৃষার সম্পর্কে ফাটল ধরেছিল। অর্থাৎ দুজনের মধ্যে তেমন ভাল সম্পর্ক ছিল না। কেবল মাত্র কাজের তাগিদে একসঙ্গে দেখা যেত তাঁদের। সিরিয়াল শেষ হওয়ার পর আর কোথাও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। মোদক পরিবারের অন্যদের সঙ্গেও নাকি তেমন কোনও যোগাযোগ রাখেননি সৌমিতৃষা।
মিঠাই সিরিয়ালের উচ্ছে বাবুর বিয়ের খবরে নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যেই তারকারা অনেকেই আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে জানিয়েছেন। প্রি ওয়েডিং পার্টিও সেরে ফেলেছেন আদৃত। তাতে প্রায় গোটা মোদক পরিবার ছিলেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল কেন মিঠাইকে দেখা যাচ্ছে না। তাহলে কি উচ্ছে বাবুর বিয়েতে সত্যিই যাচ্ছেন না সৌমিতৃষা।