বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির আরোগ্য কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)! ওই টুইটেই সাত দফায় নির্বাচন নিয়েও কার্যত কটাক্ষ ছাড়লেন তিনি।

প্রচার চলাকালীন বুধবার হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন বিজেপির বর্ষীয়ান নেতা নিতিন গড়কড়ি (Nitin Gadkari) ।

একেবারে মাথা ঘুরে সংজ্ঞাহীন হয়ে পড়েন । যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায় বিজেপি নেতা-কর্মীদের। ডাকা হয় চিকিৎসককে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল মুহূর্তের ভিডিও। যা রীতিমত উদ্বেগের। নিতিন গড়কড়ির (Nitin Gadkari) দ্রুত আরোগ্য কামনা করে অনেকে টুইট করতে থাকেন।

টুইট (বর্তমান- X) করে সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PmModi)। পাশাপাশি অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। কেন্দ্রীয় মন্ত্রীকে ট্যাগ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, বিজেপির নেতা নিতিন গড়কড়ির (Nitin Gadkari) দ্রুত আরোগ্য কামনা করি। প্রখর এই গরমের মধ্যে প্রচার সত্যিই অসহ্যকর বলে টুইটে উল্লেখ তৃণমূল সুপ্রিমোর।

শুধু তাই নয়, কার্যত কিছুটা কটাক্ষের সুরেই আরও লিখছেন, আজ তো সবে ২৪ এপ্রিল, ভাবতে পারেন, আমাদের সাত দফার নির্বাচন ১ জুন পর্যন্ত চলবে!! বলে রাখা প্রয়োজন, গরমের মধ্যেই প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভয়ঙ্কর এই গরমের মধ্যে সাত দফায় নির্বাচন করানো নিয়ে কমিশনকে একহাত নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তাঁর দাবি, প্রত্যেকবার এই সময়কে বেঁছে নেওয়া হচ্ছে। তাও মে’মাসের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেত। কিন্তু এবার জুন মাস পর্যন্ত টানা হল। বিজেপিকে সুবিধা করিয়ে দিতেই সাত দফায় নির্বাচন বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আজ বুধবারও এই বিষয়ে আক্রমণ শানান।
এর মধ্যেই কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়কড়ির অসুস্থতার খবর সামনে আসে। বিদর্ভে তাপমাত্রা এদিন ছিল ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে। প্রার্থীর সমর্থনে তার মধ্যেই প্রচার সারছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। তা চলাকালিন জ্ঞান হারান। যদিও বেশ কিছুক্ষণ পর স্থিতিশীল হন এবং প্রচারে ফেরেন।

জানা যায়, হঠাত করে সুগার লেভেল কমে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। এখন সম্পূর্ণ ভাবে বর্ষীয়ান বিজেপি নেতা সুস্থ রয়েছেন বলে মন্ত্রীর অফিসের তরফে এক বার্তায় জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এমন ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *