বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:২০২৪ সাল যেন ঝালসে দেওয়া বছর। প্রকৃতির উপর মানুষের দখলদারি ও খবরদারির কারণে কমছে সবুজ আর বাড়ছে উষ্ণতা।

এর ফলেই গ্লোবাল ওইয়ার্মিং। আর এই পরিস্থিতির জন্যই বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা। সারা বাংলা জুড়ে শুধুই তাপ প্রবাহ। সব মিলিয়ে বৈশাখের প্রথম থেকেই শরীর ভাজা পোড়া হয়ে যাচ্ছে যেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) অবস্থা তো বড়োই কাহিল। তার মাঝেই খানিক স্বস্তি মিলেছিল গত কাল। সমগ্র দক্ষিণবঙ্গ না হলেও ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছিল দু এক জেলায়। কিন্তু তাতে স্বস্তি নেই। আবহাওয়া (Weather) দফতর বলছে, বুধবার থেকে ফের এক দফায় শুরু হয়ে তাপপ্রবাহের স্পেল‌। চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে থাকবে চরম তাপপ্রবাহ‌। ভারতীয় মৌসম ভবনের (India Meteorological Department) পূর্বাভাস, আজ বুধবারও কিছু জায়াগয় আকাশ আংশিক মেঘলা থাকবে হয়ত, তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই।

দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোর অবস্থা এই মুহূর্তে ভয়াবভ। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। IMD সূত্রে খবর, প্রায় ২-৪ ডিগ্রি অবধি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলায়। একই সাথে হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায়। তার ঠিক পেছনেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি , বীরভূম, ঝাড়গ্রাম, এই ৬ জেলায়। বার বার করে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যেন কেউ বাইরে না বের হন।

প্রথম কয়েকদিন উত্তরবঙ্গ কিছুটা স্বস্তিতে থাকলেও,এখনো রেহাই পাচ্ছেনা উত্তরবঙ্গও। তাপপ্রবাহের প্রভাব পড়ছে পাহাড়েও। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গেও বাড়বে গরম এবং তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ। তবে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। তবে উষ্ণতা অনেকটাই বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *