বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। যেন আগুন ঝরাচ্ছে পশ্চিমের জেলাগুলো। তার মধ্যেই বিজেপির দিলীপ ঘোষ খোঁচা দিলেন। রবিবার সকালের খোঁচা এই গরমকে কেন্দ্র করেই।
তৃণমূলের হাওয়া গরম। ওই হাওয়া খেতে বারণ করলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। রবিবার সকালে তাঁর লোকজন হাতপাখা বিলি করলেন। সাধারণ মানুষের মধ্যে এই পাখা দেওয়া হল। এই পাখাও কি প্রচার ও জনসংযোগের উপকরণ? সেই প্রশ্ন উঠছে।
রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। বর্ধমান – দুর্গাপুরের বিজেপি প্রার্থী হওয়ার পরে এইসব এলাকাতেই তিনি চায়ে পে চর্চা করছেন। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েই শুরু হয়ে যাচ্ছে জনসংযোগের কাজ।
বর্ধমান – দুর্গাপুরও প্রবল গরমে পুড়ছে। সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। রবিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ বাড়ছে বর্ধমান – দুর্গাপুরে। এদিন সকালে প্রাতঃভ্রমণে টাউন হলে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর জিটি রোডের উপর চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি কর্মী – সমর্থকদের নিয়ে৷
সেখানেই দিলীপ ঘোষ ফের তৃণমূলকে খোঁচা দিলেন৷ তৃণমূল মানেই গরম হাওয়া। এমনই বললেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের হাওয়া লু, গরম হাওয়া। ওই হাওয়া খাবেন না। পদ্মফুলের গন্ধযুক্ত আমাদের পাখার মিষ্টি হাওয়া খান।”
শুধু তাই নয়, বিজেপির লোকজন এলাকায় এদিন হাতপাখা বিলি করেছেন। ছোট আকারের সেই হাতপাখায় আবার বিজেপিকে জেতানো,দিলীপ ঘোষকে ভোট দেওয়ার আবেদন। গরমে হাতপাখা বিলি করে প্রচার জনসংযোগ করে ফেললেন দিলীপ ঘোষ। এমনই মনে করছে,ওয়াকিবহাল মহল।
এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, প্রচণ্ড গরম পড়েছে। রাস্তায়, গ্রামে দেখছি মানুষ কষ্ট পাচ্ছে। তাই হাতপাখা বিলি করা হল৷ শুধু তাই নয়, গরমে সুস্থ থাকারও দাওয়াই দিয়েছেন দিলীপ ঘোষ।
শুকনো গামছা, সুতির জামাকাপড় ব্যবহার করতে হবে। ডাবের জল, আম, বেলের সরবত, লেবুর জল খাওয়ার পরামর্শ দিলেন তিনি। রোদে বেশি বাইরে না বেরনোর কথাও বলেছেন তিনি৷