বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
রবিবার সাত জানুয়ারি থেকে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির সঙ্গে আসন ভাগ নিয়ে আলোচনায় বসতে চলেছে কংগ্রেস। তার আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা ইন্ডিয়া ব্লক কমিটির সদস্য আসন ভাগ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে গিয়ে বলেছেন, প্রত্যেক রাজ্যে ফর্মুলা আলাদা। প্রসঙ্গত আসন ভাগ নিয়ে আপ, জেডিইউ-এর সঙ্গে আলোচনা শুরু হবে রবিবার।
গত বুধবার কংগ্রেস সভাপতির কাছে রাজ্যে রাজ্যে জোট করা নিয়ে দলীয় রিপোর্ট জমা পড়েছে। তারপরে রবিবার আপ ও জেডিইউ-এর সঙ্গে আলোচনার দিন ধার্য হয়েছে। সূত্রের খবর, যেসব রাজ্যে কংগ্রেস জোট করতে চায়, সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর. দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ু। বাংলায় অবশ্য তৃণমূলের সঙ্গে জোট করা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার অবস্থানের কথা জানিয়েছেন।
কংগ্রেসের তরফে সলমন খুরশিদ জানিয়েছেন, রবিবার থেকে আসন ভাগ নিয়ে আলোচনা শুরু করা হবে। যার শুরুটা হবে দিল্লি থেকে। সহযোগী দলগুলি সময় দিতে থাকলে, আসন-ভাগ নিয়ে আলোচনা এগিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সলমন খুরশিদ আরও বলেছেন, কংগ্রেসের অবস্থান ইন্ডিয়া ব্লকের সহযোগীদের জানানো হয়েছে। এরপর একে অপরের সঙ্গে আলোচনায় সব বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
আপ আগেই পঞ্জাবের ১৩ টি আসনেই লড়াইয়ের কথা জানিয়েছিল। এব্যাপারে সলমন খুরশিদ বলেছেন, পঞ্জাব নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা এখনও হয়নি। তবে আপের সঙ্গে আলোচনা হলে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গান্ধী পরিবারের কাছের বলে পরিচিত সলমন খুরশিদ পঞ্জাব নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। এব্যাপারে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আঞ্চলিক দলগুলির মত হল, যে রাজ্যে যে ক্ষমতাসীন, সেই রাজ্যে সেই আঞ্চলিকদল শেষ করা বলবে। এব্যাপারে সলমন খুরশিদ বলেছেন, প্রত্যেক রাজ্যে আসন ফর্মুলার ধরণ আলাদা, রাজ্যগুলির বাস্তবতাও আলাদা। ২০২৪-এর সাধারণ নির্বাচন গুরুত্বপূর্ণ হলেও, কংগ্রেস আঞ্চলিকদলগুলির সঙ্গে আলোচনা বন্ধ করছে না বলে জানিয়েছেন তিনি। সলমন খুরশিদ বলেছেন, নির্বাচনের পরে সহযোগীদের নিয়ে সরকার গঠনে কংগ্রেস আশাবাদী। এব্যাপারে প্রতিটি দলের দায়িত্বের কথা স্মরণ করিয়েছেন তিনি।