বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আমেরিকা আছে ইসরাইলের মাথার উপর – তা আবার প্রমাণ করলো আমেরিকা। আমেরিকা চায় না গজার যুদ্ধ বন্ধ হোক। সেই কারণেই রাষ্ট্রসংঘে যুদ্ধ বিরোধী প্রস্তাবে ভেটো দিলো আমেরিকা।
ইজরায়েলি সেনার হামলায় গাজার রাস্তায় সারি সারি লাশ। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাষ্ট্রপুঞ্জে (United Nations) প্রস্তাব আনল এশিয়া ও ইউরোপের বেশকয়েকটি দেশ। কিন্তু ভেটো (VETO) প্রয়োগ করে সেই প্রস্তাব রুখে দিল আমেরিকা।
আমেরিকা অবশ্য তাদের দিক থেকে একটা ছেদো যুক্তি দাঁড় করিয়েছে। বাইডেনের সরকারের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাব এখন পাস হলে হামাস জঙ্গিরা উৎসাহিত হয়ে পড়বে। যার জেরে বন্দিদের উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। আমেরিকা ছাড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (Security Council) চার স্থায়ী সদস্য দেশ তথা রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স-সহ ১০টি অস্থায়ী সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করেছে। বিগত ১৩ মাস ধরে চলা সংঘর্ষে অবিলম্বে বিনা শর্তে পাকাপাকিভাবে ইতি টানার পক্ষে সওয়াল করেছে তারা। কিন্তু বাধ সেধেছে মার্কিন প্রশাসন। এখন দেখার কোন দিকে যায় ওই যুদ্ধ।