বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হনুমান বলে কথা! তার কাজের পিছনে সব সময় যুক্তি খোঁজা বৃথা। এবার তেমনই এক কান্ড করে বসলো উত্তরপ্রদেশের এক হনুমান। উত্তরপ্রদেশের বারাণসীতে পার্ক করা ছিল একটি গাড়ি।
পার্কিং এলাকাতে দিনে দুপুরে ওই গাড়ির ক্ষতি হতে পারে এমন কল্পনাতেও ছিল না হতো মালিকের। পার্ক করা গাড়িতে সেসময় কেউ ছিলেন না। হঠাৎ করে একটা হনুমান ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ল গাড়ির ছাদে। তারপর? সোজা ভেঙে ঢুকে গেল গাড়ির ভিতরে। গাড়িতে কেউ ছিল না ঠিকই কিন্তু সবটাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই দৃশ্য দেখে তাজ্জব নাগরিক মহল।
ক্যামেরা বন্দি সেই দৃশ্য দেখা যাচ্ছে, বাড়ির ছাদ থেকে গাড়ির ছাদে পড়ায় সানরুফ ভেঙে গাড়িতে ঢুকে যায় সে। গাড়ির পিছনের সিটে বসে ফের উঠে ওই ভাঙা সানরুফের জায়গা থেকেই বেরিয়ে হেঁটে চলে যায়। এমনভাবে হেঁটে চলে যায় যেন কিছুই হয়নি। এই পুরো ঘটনা রেকর্ড হয় ক্যামেরায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়। সানরুফ ভেঙে হনুমান গাড়িতে ঢুকে গেল, এটা দেখে হনুমানের স্বাস্থ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে কিছুটা সঙ্কিত হয়ে বলেছে, হয়তো ভিতরে ভিতরে কিছুটা আঘাত পেয়েছে ওই হনুমান। আর গাড়ির মালিকের গচ্চা গেলো কয়েক হাজার টাকা।