বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বঙ্গে দ্বিতীয় দফায় জাঁকিয়ে শীতের তিন দিন কেটেছে কি কাটেনি, সেই সময় বৃষ্টির সতর্কবাণী আবহাওয়া দফতরের। এদিন আবহাওয়া দপতর জানিয়েছে, পশ্চিমী হিমালয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে ১৬ থেকে ১৮ জানুয়ারি মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাত হতে পারে। একই দিনে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ জানুয়ারি
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ জানুয়ারি, বুধবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধি পাবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতার কোনও কোনও জায়গায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
‘সচিন তেন্ডুলকরকে অনেক ধন্যবাদ’,কিংবদন্তির প্রশংসা পেয়ে খুশি কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির
১৮ জানুয়ারি
১৮ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতার কোনও কোনও জায়গায়। এই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
১৭ ও ১৮ জানুয়ারি দু’দিনই উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে। তবে বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে।
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে। সেই কারণে যে সস্য একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তা ১৬ জানুয়ারি মঙ্গলবারের মধ্যে মাঠ থেকে তুলে নিতে বলছে আবহাওয়া দফতর।