বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করলেন গৌতম চট্টোপাধ্যায়। আজ রাজ্য বিজেপির স্টেট ট্রেনিং অফিসার দীপক বর্মনের লিখিত নির্দেশ অনুযায়ী সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুনরায় সভাপতি পদে নিযুক্ত করা হয়।

 

উল্লেখ্য, গৌতম চট্টোপাধ্যায় এর আগে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেছেন। এরপর তুষার মজুমদার সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ২০২১ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৪ মার্চ ২০২৫ পর্যন্ত তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। এবার তার স্থলাভিষিক্ত হয়ে আবারও হুগলি সাংগঠনিক জেলার নেতৃত্বে এলেন গৌতম চট্টোপাধ্যায়।

নবনিযুক্ত সভাপতি গৌতম চট্টোপাধ্যায় চুঁচুড়ার বাসিন্দা এবং সংঘ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯০ সালে তিনি বিজেপির সক্রিয় সদস্য হিসেবে দলে যোগ দেন। আজ হুগলি জেলা বিজেপির সাংগঠনিক কার্যালয়ে তার সভাপতি হিসেবে পুনর্নিয়োগের ঘোষণা আসার পর বিদায়ী সভাপতি তুষার মজুমদার তাকে মাল্যদান করে বরণ করে নেন।

এই প্রসঙ্গে তুষার মজুমদার বলেন,
“গৌতম বাবুর পুনর্নিয়োগ আমাদের সকলের জন্য আনন্দের বিষয়। আমি নিজেও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে নির্বাচিত করার জন্য মত প্রকাশ করেছি। অতীতে তার নেতৃত্বে দলের কাজ করেছি এবং ভবিষ্যতেও একইভাবে একসঙ্গে কাজ করব।”

গৌতম চট্টোপাধ্যায় তার বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“দল যে গুরুদায়িত্ব আমার উপর পুনরায় দিয়েছে, তা আমি যথাযথভাবে পালন করব। আমাদের লক্ষ্য হুগলি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা পুনরুদ্ধার করে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি করা। বিগত লোকসভা নির্বাচনে সাতটির মধ্যে তিনটি বিধানসভায় বিজেপি এগিয়ে ছিল। চুঁচুড়া বিধানসভায় আমরা মানুষের আস্থা অর্জন করেছি, এবার অন্যান্য বিধানসভাতেও জয় নিশ্চিত করব।”

তার পুনর্নিয়োগে হুগলি জেলা বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা যায়। দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতের জন্য সফলতার কামনা করা হয়।

হুগলি সাংগঠনিক বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ছাড়াও শ্রীরামপুর সাংগঠনিক বিজেপির নব নিযুক্ত সভাপতি হলেন সুমন ঘোষ ও আরামবাগ সাংগঠনিক বিজেপির নব নিযুক্ত সভাপতি নির্বাচিত হলেন সুশান্ত বেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *