বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
পশ্চিমবঙ্গের ওপরে আপাতত কোনও সিস্টেম নেই। তবে উত্তর-পশ্চিম হাওয়া নেই। এদিন ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দিন দুয়েকের মধ্যে রাতের তাপমাত্রা ২ ডিগ্রির মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়়িয়ে যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের দিকে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই দুটি বঙ্গের ওপর দিয়ে যেতে পাঁচ থেকে ছয় দিন লাগবে। সেই কারণে, ১০ জানুয়ারির আগে বঙ্গে আপাতত তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই। যে কারণে জাঁকিয়ে শীতের সম্ভাবনাও নেই। সকালের দিকে হাল্কা কুয়াশা থাকবে আর বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিন মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।