বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হয়ে গেলেই সাধারণ পুণ্যার্থীরা অযোধ্যায়। সকলেই এসে রামলালার শরণে পুজো দিতে পারবেন। কিন্তু আর পাঁচটা মন্দিরের মতো এই মন্দিরে গেলেই পুজো দিতে পারবেন না ভক্তরা। তার জন্য আগে থেকে টিকিট বুক করে নিয়ে হবে। অন্তত ২৪ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে।

যাতে পুণ্যার্থীরা সুশৃঙ্খল ভাবে পুজো দিতে পারেন সেকারণেই এই নিয়ম করা হয়েছে। কারণ রামলালার দর্শনে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও পুণ্যার্থীরা আসবে। সকলে একসঙ্গে পুজো দিতে চাইলে চরম অব্যবস্থা তৈরি হবে। কেই ভাল করে দর্শন করতে পারবেন না। তার উপরে নানা প্রতারণা চক্রের ফাঁেদ পড়বেন তাঁরা। সেকারণে আগে থেকে টিকিট কেটে বুকিং করে রাখলে নিশ্চিন্তে নির্ভয়ে মন্দির দর্শন এবং পুজো দিতে পারবেন সকলে।

সবার আগে জেনে রাখা দরকার। রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য কখন খুলবে। এখানে জানিয়ে রাখা জরুরি ২৩ তারিখ থেকে সাধারণ ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলবে। ভোর ভোর মন্দিরের দরজা খুলবে। তিনটে সময়ে রামলালার আরতি হবে। ভোর সাড়ে ৬টায়, দুপুর ১২টায় এবং সন্ধে সাড়ে ৭টায়। এই তিনটি সময়ে আরতি হবে মন্দিরে। মন্দির দর্শনের দরজা খোলা হবে সকাল ৬টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে। আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা।

যাঁরা ভবছেন রাম মন্দির দর্শনের টিকিট বুক করবেন তাঁরা আগে থেকে টিকিট কেটে রাখতে পারেন। তাতে সুবিধা হবে নির্বিঘ্নে রামলালার পুজো দিতে পারবেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে অনলাইনে টিকিট কাটার বন্দোবস্ত করা হয়েছে। online.srjbtkshetra.org সাইটে গেলেই অনলাইনে পুজো দেওয়ার টিকিট কাটতে পারবেন। মোবাইল থেকেই টিকিট কাটতে পারবেন এই সাইটে লগইন করে। এই সাইটে লগইন করলে কখন কটার সময়ে মন্দিরে পুজো দিতে চান তার যাবতীয় তথ্য দিতে হবে। কতজন মিলে যাবেন দর্শন করতে সেটাও দিয়ে দেবেন।

শুধু অনলাইন নয় অফলাইনেও টিকিট কাটার বন্দোবস্ত রয়েছে। তারব্যবস্থাও রাম জন্মভূমি তীর্থক্ষেত্র করেছে। তবে টিকিটের বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন ১০ বছরের উর্ধে শিশুদের পুরো টিকিট লাগবে। একটি টিকিটে একজনই মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দির দর্শনের ২৪ ঘণ্টা আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। সঙ্গে সঙ্গে গেলে টিকিট পাওয়া যাবে না।

আরতির সময় মন্দিরের ভেতরে ৩০ জনের বেশি দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। টিকিট কাটার সময় নিজদের পরিচপত্র দেখােত হবে। বা তার যাবতীয় তথ্য দিতে হবে। এই টিকিট কাটার জন্য কোনও আর্থিক মূল্য লাগবে না। পুরোটাই ফ্রিতে পাবেন পুণ্যার্থীরা।
নিজের ফোন থেকে প্রথমে srjbtkshetra.org ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। সেখানে নিেজর মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। সঙ্গে সঙ্গে একটি OTP আসবে। সেটা দিলেই খুলে যাবে হোমপেজ। তাতেই আরতি অপশনে ক্লিক করতে হবে। সেখানে তারিখ এবং আরতি দেখার তিনটি সময়ের কোনটিতে যেতে চান সেটা সিলেক্ট করতে হবে। তারপরে নিজের নাম পরিচয়, ঠিকানা, ছবি, মোবাইল নম্বর দিতে হবে। তারপরে যেদিন মন্দির দর্শনে যাবেন সেদিন মন্দিরের কাউন্টারে সেই পাসটি দেকাতে হবে। আরতির পাস পেতে হলে তিনটি পরিচয় পত্র প্রয়োজন, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং ভোটার কার্ড। এগুলি মন্দির দর্শনে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে ।

তবে হুইল চেয়ার নিতে হলে তার ফি লাগবে। মন্দির দর্শনের ২৪ ঘণ্টা আগে কনফার্মেশন দেবে ওয়েবসাইট। সেই কনফার্মেশন পাওয়ার পরে হোমপেজে গিয়ে লগইন করে আরতির পাস সংগ্রহ করতে হবে। আবার মন্দিরের কাছে আরতি কাউন্টারে গিয়েও পাস সংগ্রহ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *