বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বকেয়ার মেটানোর দাবিতে ফের একবার ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ। আর তা নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎও করেছেন মুখমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু বকেয়া মেটানোর বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এই বিষয়ে আর কেন্দ্রকে সময় দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই আগামী ২ ফেব্রুয়ারি থেকে ফের ধর্নার ডাক।

বকেয়া মেটানোর দাবিতে এই লাগাতার ধর্নায় বসার ডাক দেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তবে কোথায় কখন এই কর্মসূচি হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি তিনি। তবে শুধু কলকাতাতেই নয়, প্রত্যেক ব্লকে ব্লকে এই মিছিল সহ বিভিন্ন কর্মসূচি হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ কোচবিহারে এবং শিলিগুড়িতে ব্যাক টু ব্যাক সভা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই সভা থেকেই মোদী সরকারকে একহাত নেন। একই সঙ্গে বকেটা মেটানোর দাবি জানান। বলেন, আগামী ১ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করব। সাত দিন টাইম দিয়েছি। না দিলে ২ তারিখ থেকে ধর্নায় বসব। এই বিষয়ে আলাদা আলাদা ভাবে কাজ করেও টাকা পাননি এমন মানুষদের সঙ্গেও বৈঠকে বসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর তাঁদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দেন তিনি।

কেন্দ্রকে একহাত নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন সবেতেই জিএসটি। বাংলা থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে কিন্তু কিছুই দিচ্ছে না। এটা আমি বরদাস্ত করব না। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কথায়, মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থা্কবে! এটা আমি বরদাস্ত করব না।
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত বকেয়ার দাবিকে টার্গেট করেই ময়দানে নামছে তৃণমূল সুপ্রিমো। মত রাজনৈতিক বিশ্লেষকদের।

উল্লেখ্য, রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফরের পর সোমবার তিনি শিলিগুড়ির কর্মসূচিতে যান তিনি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এলাকায় চা বাগান শ্রমিকের এবং বনছায়া পাট্টা ও চা সুন্দরী এক্সটেনশনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *