বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
দিন ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে নির্বাচন কমিশন। আর সে নির্বাচনের আগেই নয়া ভোটার কার্ড (Voter Card) যাতে সবার কাছে পৌঁছে যায় সে বিষয়ে জোর দিল মুখ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নতুন ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে।
সেই মতো সবার কাছে ভোটার কার্ড (Voter Card) পৌঁছে যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে কমিশনের তরফে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর সেই মতো আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ করার নির্দেশ প্রত্যেক জেলাকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, মূলত পোস্টের মাধ্যমেই এখন সরাসরি ভোটার কার্ড পাঠানো হয়। নিঠিক সময় পোস্টের মাধ্যমে কার্ডগুলি পৌছয় তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এক্ষেত্রে পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ রেখে চলা হয় সেই কথাও বলা হয়েছে।
তবে পোস্টে ভোটার কার্ড পাঠানোর ক্ষেত্রে তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। বিশেষ করে কার্ডে ছবি, নাম কিংবা তথ্যের যাতে কোনও ভুল না থাকে তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
ভোটার কার্ডে নাম কিংবা তথ্যের ভুল থাকা নিয়ে অনেক ক্ষেত্রেই কমিশনের কাজে প্রশ্ন উঠছে। এই বিষয়ে এবার একেবারে কড়া মুখ্য নির্বাচন কমিশন। আর তাই আধিকারিকদের এক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে।
অন্যদিকে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যে প্রায় ২০-২২ লক্ষ ভোটার কার্ড বিলি করা হবে। বিপুল এর মধ্যে নতুন এবং সংশোধিত কার্ডও আছে। সরস্বতী প্রেস থেকে এই কার্ড ছাপানো হয়েছে। আর এরপরেই সমস্ত জেলায় পৌঁছে গিয়েছে।
আর এরপরেই কার্ড যাতে ভোটারদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে তৎপর হয়েছে মুখ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে নজরদারি চালানো হবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে ত্রুটিপূর্ণ ভোটার কার্ড সংশোধন করতে ৮ নম্বর ফর্ম ফিলআপ করতে হয়।
আর সেই ফর্ম সংগ্রহ করারও সময় বেঁধে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। বাংলা ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই কাজ করতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। যা খবরই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী মার্চের মাঝামাঝি সময় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) দিন ঘোষণা করতে পারে কমিশন। আর তাঁর আগেই যাবতীয় কাজ সেরে ফেলতে চাইছে কমিশন।