বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২৫ শে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারিতে দর্শকদের আকর্ষণ বাড়াতে আনা হলো দুজন রেড পান্ডাকে। দার্জিলিং এর ” পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক” এ নেদারল্যান্ড থেকে আনা হয়েছে এই দুটি রেড পান্ডাকে।

 

বেশ কয়েকদিন তাদের পর্যবেক্ষণে রেখেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপাতত তাদের শারীরিক সক্ষমতা সঠিক আছে প্রমাণিত হওয়ায় তাদের দর্শকদেরকে দেখবার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তাদের আলাদাভাবে রাখা হয়েছে। পরিস্থিতি ঠিকঠাক কোন দিকে যায় সেটা দেখে তাদের রাখবার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এদিন প্রথমে ওই দুই রেড পান্ডাকে দেখতে উপস্থিত হয়েছিলেন বহু বিদেশি পর্যটক। হইচই পড়ে যায় আগে প্রথম দেখার জন্য। রেড পান্ডা দুটিও বেশ খুশি খুশি ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের নামও তৈরি করে বিশাল এবং কোসি। আপাতত তারা শাক সবজি খাচ্ছে। কমলালেবু কিছুটা পছন্দ করছে। তবে দার্জিলিংয়ের ঠান্ডা থাকায় তারা কতদূর সুস্থ থাকবে, সেটাও দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যে জায়গাতে তারা আছে সেখানে রুম হিটারের ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *