বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বিহারে রাজনৈতিক সংকট। এদিন দলের নেতাদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই বৈঠকে বিধানসভা দলের বৈঠক ডাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৫ পর্যন্ত নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চায়। তার পিছনে অবশ্য অনেক কারণ রয়েছে।

এদিকে লোকসভা নির্বাচন নিয়ে আজ বৈঠক ডেকেছে বিহার বিজেপি। এদিন বিকেল চারটেয় শুরু হওয়া বৈঠকে বিহারের বিজেপি সাংসদ ও বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সাধারণ সম্পাদক ও বিহারের ইনচার্জ বিনোদ তাওড়ে এই বৈঠকে অবস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ওই বৈঠকে বিহারে বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সেখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিজেপি লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যে বিধানসভা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তার পিছনে অনেক কারণ রয়েছে।

বিজেপি মনে করে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হলে, লালু-তেজস্বীরা প্রাধান্য পেয়ে যেতে পারেন, ফলে সেখানে বিজেপির রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠান বিরোধিতার কারণে নীতীশ কুমারেরও ক্ষতি হতে পারে। আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নীতীশ কুমারের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তে অনেক বিজেপি কর্মী খুশি নন, তাঁরা লোকসভা নির্বাচনে মোদীর জন্য কাজ করলেও, বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জন্য কাজ নাও করতে পারেন। এইসব কারণে বিজেপি ২০২৫ সালের শেষ পর্যন্ত নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী পদে রাখতে রাজি হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে বিজেপি বিহারে নিজেদের সংগঠনকে জোরদার করার কাজ শুরু করেছে। তারা পিছিয়ে পড়া শ্রেণির জন্য কাজে জোর দিতে চলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে বিজেপি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ভোট ব্যাঙ্ক শক্তিশালী করতে চাইছে।

আপাতত জেডিইউয়ের সঙ্গে জোট নিয়ে কোনও বিবৃতি না দিলেও, নীতীশ কুমারের এনডিএ জোটে ফেরা এবং উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে পিছিয়ে পড়া শ্রেণির সমীকরণকে শক্তিশালী করবে বলেই মনে করছেন রাজ্যের বিজেপি নেতারা। সেখান থেকেই ২০২৫-এর নির্বাচনে সুবিধা ঘরে তুলতে চায় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *