বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণভারতেও পা বাড়িয়েছেন অভিনেতা শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে ছবি তৈরি করেছেন তিনি। অ্যাটলির পরিচালনায় শাহরুখ খানের ছবি জওয়ান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েেছ এতোটাই সাফল্য পেয়েছে ছবিটি।

শাহরুখ খানের জওয়ান ছবিতে একাধিক দক্ষিণী তারকার দেখা মিলেছে। নয়নতারা, বিজয় সেতুপতিকে দেখা গিয়েছে। আবারও দক্ষিণী তারকার সঙ্গে শাহরুখ খান ছবি করতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। কেজিএফ তারকা যশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতেই আরও সেই জল্পনা উস্কে উঠেছে।

জওয়ান মুক্তির পর থেকেই কেজিএফ অভিনেতা যশ জানিয়েছিলেন তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান। এবং এই নিয়ে নাকি তাঁদের মধ্যে কথাও হয়েছে। সূত্রের খবর বলিউডে নাকি তিনি শাহরুখ খােনর সঙ্গে জুটি বেঁধে নতুন ছবিতে কাজ করতে চলেছেন। ইতিমধ্যেই যশ নীতীশ তিওয়ারির রামায়ণে কাজ করছেন। আবার দ্বিতীয় বলিউড ফিল্মও তাঁর হাতে রয়েছে বলে জািনয়েছেন দক্ষিণী অভিনেতা।

বারবারই শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন যশ। তিনি বলেছিলেন ভালো স্ক্রিপ্ট এবং শাহরুখ খান থাকলে সেই বলিউড ছবিতে তিনি কাজ করবেন। এই জল্পনার মাঝেই শাহরুখ খানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যশ। তাকে জল্পনার পারদ আরও বেশি উস্কেছে। তাহলে কি সত্যিই তিনি শাহরুখ খানের ছবিতে অভিনয় করতে চলেছেন।
শোনা দিয়েছে অভিনেতা যশ নাকি ইতিমধ্যেই শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিসের সঙ্গে কথা বলেছেন। রেড চিলিস নাকি ছবির প্লট নিয়ে যশের সঙ্গে কথা বলেছে। অভিনেতার কাহিনী পছন্দও হয়েছে। এবং তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। তবে সেটা কোন ছবি এবং তাতে শাহরুখ খান রয়েছেন কিনা সেসব কোনও কিছুই প্রকাশ্যে আসেনি। আপাতত অভিনেতা নাকি নিজের প্রজেক্ট গুলিতে মন দিেয়ছেন। সেই কাজগুলি আগে শেষ করতে চাইছেন তিনি।

শাহরুখ খানের জওয়ান ছবিটি গোটা দেশে হইচই পেলে দিয়েছিল। এক কথায় বলতে গেলে বলিউডের সঙ্গে দক্ষিণভারতের মেলবন্ধন ঘটিয়ে দিয়েছে শাহরুখ খানের জওয়ান। দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন তিনি। তাতে চমক ধরেছিল নেটপাড়ারও। শাহরুখ-অ্যাটলির কম্বিনেশন কি হতে পারে সেটা দেখেছে গোটা দেশ। গত বছর জওয়ান জ্বরে কেঁপেছে গোটা দেশ। বক্স অফিসে রেকর্ড ব্রেক করেছে শাহরুখ খানের জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *