বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত! যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের শহরের।
যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী সহ প্রায় ২০ টি এলাকার গ্ৰামের বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের। যার ফলে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ে টি জলে ডুবে যায়। যার ফলে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিলকিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হাওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।