বেঙ্গল ওয়াচ নিউজ:আবার এক নতুন বিধি চালু হলো বিধানসভায়। গাড়ি তল্লাশি হচ্ছে বিধায়কদের। সেই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিজেপি বিধায়করা।
বৃহস্পতিবার ফের তল্লাশি চালানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। এ দিন অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়?” তখন নিরাপত্তারক্ষী বলেন, “আমার কাছে যা অর্ডার আছে আমি সেই অনুযায়ী করছি।” এরপর কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেত্রী বলেন, “নিয়ম তো সকলের জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি পরীক্ষা করা হয়? কেউ তো আইনের উর্ধ্বে নয়।”

গত ১৩ই জুন থেকে বিধানসভায় বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু হয়। বিজেপির দাবি, প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত কড়াকড়ি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রশ্ন, তুলসী গাছ নিয়ে বিধানসভার ভিতরে যাতে কেউ না ঢুকতে পারে সেই কারণে কি এত তল্লাশি? তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন, “নিরাপত্তরাক্ষীকে পরিষ্কার অনুমতি দেওয়া হয়েছে তল্লাশির জন্য। কে কী নিয়ে আসছেন তা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, যাঁরা গেটের দারোয়ান রয়েছেন তাঁরাই চেক করবেন। এটা নিরাপত্তার বিষয়। তাই আমরা চাই না এমন কিছু ঘটুক যাতে বিধানসভার কাজ ব্য়হত হয়।” তবে এই নিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *