বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জে প্রতাপপুরে শুক্রবার দুপুর নাগাদ জমি বিবাদ কে কেন্দ্র করে প্রকাশ্যে চলল মারামারি। রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। মারামারির জেরে খায়রুল ইসলাম এর সাথে মঞ্জুর আলীর সমর্থকদের হাতাহাতি দুই পক্ষের আহত হয় চারজন বলে জানাযায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
জানাযায়, আজ দুপুর নাগাদ জমি বিবাদের সমাধান করতে সালিসি সভা বসে রঘুনাথগঞ্জে প্রতাপপুরে বলে জানাযায়। রঘুনাথগঞ্জের রাণীনগরের দুই পরিবারের জমি বিবাদের সমাধানকে কেন্দ্র করে গন্ডগোলে চলল মারপিট। ঘটনায় মাথা ফাটলো দুই পক্ষের চারজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চারজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়।