বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ বিভিন্ন খেয়াঘাটে এই ইলিশ এসেছে। নামখানা ঘাটেই ২৫ ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে। মরশুমের প্রথম ইলিশের ঝলক দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। পেল্লাই সাইজের ইলিশ এসেছে এ বছর। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে।

এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘ফিরে আসা ট্রলারগুলি এক থেকে দেড় টন করে ইলিশ মাছ পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে তা সম্ভব হয়েছে। আবহাওয়া যদি এরকমই থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ আসার সম্ভাবনা তৈরি রয়েছে।’ যে মাছ এসেছে সেই মাছের ওজনও ভাল। বেশিরভাগ ইলিশ মাছ ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে। এই হারে মাছ পড়লে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আসতে পারে। প্রথম পর্যায়ে পাইকারি বাজারে ৬০০ গ্রাম ইলিশের দাম হতে পারে ৮০০ টাকা কিলো, ৮০০ গ্রামের দাম ১১০০ টাকা ও এক কিলো ওজনের ইলিশের দাম হতে পারে দেড় হাজার টাকা কিলো। তাহলে আর অপেক্ষা কিসের ইলিশের খোঁজে চলে যান বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *