বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বন্যপ্রাণীদের প্রজননের জন্য বন দফতরের নিয়ম মেনে বন্ধ হল গরুমারা, চাপড়ামারি-সহ একাধিক জঙ্গলের দরজা। কিন্তু তাই বলে মন খারাপ কেন? জঙ্গলের প্রবেশপথ বন্ধ হলেও, ডুয়ার্সের প্রকৃতি ও সংস্কৃতির দরজা আজও খোলা। বর্ষার জঙ্গলে পা ফেলা নিষেধ, কিন্তু জঙ্গলঘেরা গ্রামগুলো আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। পানিঝড়া, বনবস্তি, চাপড়ামারির মতো জনজাতি অধ্যুষিত এলাকা বর্ষায় এক আলাদা মাধুর্যে মোড়া থাকে।
এখানকার মানুষ, তাদের সংস্কৃতি, নৃত্য, গান এবং জীবনযাপন—সব মিলিয়ে গড়ে তোলে এক অনন্য অভিজ্ঞতা।
বন দফতরের ইকো ট্যুরিজম কটেজ এখনও পর্যটকদের জন্য খোলা। গরুমারা বা চাপড়ামারির ঠিক ধারে বসে আপনি উপভোগ করতে পারেন মেঘে ঢাকা শান্ত জঙ্গলের সৌন্দর্য, পাখির ডাক, এবং বর্ষার নরম বাতাস। প্রকৃতি যেমন আপনাকে ছুঁয়ে যাবে, তেমনই স্থানীয় জনজাতিদের হাসিমুখ, আপ্যায়ন ও তাদের সংস্কৃতি আপনার মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। তাই বলতেই হয়, জঙ্গল হয়তো বন্ধ, কিন্তু ডুয়ার্স নয়। বর্ষার এই মায়াবী সময়টা কাটিয়ে যান প্রকৃতি আর মানুষের ভালবাসায়। ফিরে যান মন ভরে, অভিজ্ঞতা নিয়ে। ডুয়ার্স রয়েছে আপনার অপেক্ষায়, শুধু দরজাটা একটু পাশ দিয়ে একটু খোলা রেখেছে।