বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শালবনী, পশ্চিম মেদিনীপুর: উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় পদপিষ্টে মৃত্যু হয় মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার গদাপিয়াশালের বাসিন্দা উর্মিলা ভুঁইয়া, বয়স ৭৪। মেয়ে এবং জামাইকে নিয়ে কুম্ভমেলায় পৌঁছায়। তারপর পুণ্য স্নানে যাওয়ার সময় পদপৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। দীর্ঘ চার মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত মেনে নিয়ে মৃত্যুর শংসাপত্র। যার ফলে পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে গেলে। ছেলে জানিয়েছে জমি সংক্রান্ত বা পরিবারের কোনো কাজকর্ম করতে গেলে মৃত্যুর সংখ্যা কত প্রত্যেক জায়গায় প্রয়োজন হচ্ছে। তবে প্রশাসনের উপর ভরসা রয়েছে। যত তাড়াতাড়ি এই শংসাপত্র পাওয়া যাবে ততটাই সুবিধা হবে তার। তবে এখন দেখার বিষয় কত দিনে মেলে এই মৃত্যুর শংসাপত্র।