বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূলের অন্দরে ছবি বিতর্ক বার বার উঠেছে। কখনো মমতার চেয়ে অভিষেকের ছবি বড়ো হয়ে গেছে তো কখনো অভিষেকের ছবি বাদ গেছে। এবার ২১ জুলাইয়ের কর্মসূচিতে থাকছে না অভিষেকের ছবি। এবার সামনেই রয়েছে ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ। তার আগে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবে শুধুই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। শনিবার ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মিটিং ডাকে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের দলীয় কার্যালয়ে চলে এই মিটিং।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে। সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “অভিষেক নিজেই বলেছেন ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না। সেই কারণে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।” উল্লেখ্য, ১৯৯৩ সালে যখন জ্যোতি বসুর সরকার ছিল, সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দেয়। গুলি চালায়। সেই গুলিতে তেরো জন তৃণমূল কর্মী প্রাণ হারান। তাঁদের স্মৃতির উদ্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর এই শহিদ সমাবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *