বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদীয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এই প্রথম বাম কংগ্রেস মনোনীত প্রার্থীর নির্বাচনী ভোট প্রচার। ইতিমধ্যে নামানো হয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
১৯ শে জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে লাগাতার নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কিন্তু ভোটের লড়াইয়ে বিরোধীদের ময়দানে নামতে দেখা গিয়েছিল না। শুক্রবার নির্বাচনী ভোট প্রচারে নামলেন বাম কংগ্রেস মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তিনি কালিগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগের মধ্যে দিয়ে পৌঁছে যান মানুষের কাছে, এবং ওই বিধানসভার উপনির্বাচনে তিনি যাতে জয়লাভ করতে পারে সেই আবেদন করেন মানুষের কাছে। ইতোমধ্যে তিন কোম্পানি কেন্দ্র বাহিনীর নামানো হয়েছে ওই বিধানসভায়, আগামী উনিশে জুন নির্বাচন, ২৩ শে জুন ভোটের ফলাফল। তার আগে কিংবা পরে যাতে কোন অপ্রীতিকর এবং অশান্তির মত ঘটনা না ঘটে সেই দিকেই পাখির চোখ নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল থেকেই শুরু হবে কেন্দ্র বাহিনীর রুট মার্চ।