বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার বাদল অধিবেশন আবার উত্তপ্ত হতে চলেছে পহেলগাঁও কাণ্ডের শোক প্রস্তাব নিয়ে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর কোমর ভেঙে দিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর আবহে সেনাকে সম্মান জানিয়ে আসন্ন রাজ্য বিধানসভা অধিবেশনে বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসকদল। আগামী ১০ জুন অধিবেশনে সেই প্রস্তাব আসতে চলেছে। কিন্তু প্রস্তাব পেশের আগেই গেরুয়া শিবিরে এনিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিজেপি বিধায়কদের দাবি, সেনাকে সম্মান জানানোর ওই প্রস্তাবে নেই অপারেশন সিঁদুরের নামই! যা সেনার কৃতিত্ব খাটো করে দেখানোর শামিল আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিকল্পিতভাবেই তা করতে চলেছে বলে বিজেপির অভিযোগ।

৯ জুন, সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। ওইদিন শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। পরেরদিন, ১০ তারিখ সেনাকে সম্মান জানিয়ে শাসকদলের তরফে বিশেষ প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই। খসড়া অনুযায়ী, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের নিহত হওয়ার প্রতিবাদ, জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতিতে জনতার পাশে দাঁড়ানো-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। প্রাথমিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানালেও পরবর্তী সময়ে বিজেপি অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, প্রস্তাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর নামটারই উল্লেখ নেই। তার অর্থ সেনার এত বড় কৃতিত্বকে ছোট করা, তাঁদের যথাযথ সম্মান না জানানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *