বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতীয় রাজনীতির কিংবদন্তী পুরুষ জ্যোতি বসুর বায়োপিক তৈরী হতে চলেছে। একটানা তেইশ বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির বহু আশার আলো এবং আক্ষেপের অন্ধকারও বটে। কারণ ‘ঐতিহাসিক ভুলে’ ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া। বলা বাহুল্য তিনি জ্যোতি বসু। এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি! জ্যোতি আবেগে শান দিতে এবার তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, এমনটাই খবর সিপিএম সূত্রে। কাকে দেখা যাবে জ্যোতিবাবুর চরিত্রে? এখনও তা চূড়ান্ত না হলেও নাসিরুদ্দিন শায়ের কথা অনেকে ভেবিছেন।

সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে। জানা গিয়েছে, আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রিপ্রোডাকশনের কাজ। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএমের তরফে। ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে জীবনীমূলক ছবিটিতে। ইতিমধ্যে কলকাতা ও মুম্বইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব। এই বিষয়ে বর্ষীয়ান সিপিএম নেতা রবিন দেব জানিয়েছেন, জ্যোতিবাবু এমন অনেক কাজ করে গিয়েছেন যা অনেকরই অজানা। এবার সেগুলিই তুলে ধরা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *