বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার ‘ক্রিমিন্যাল রিভিশন্যাল অ্যাপ্লিকেশন’ করেছেন কার্তিক মহারাজ।

তার আগে এ দিন সকাল ১০টা নাগাদ নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য
কার্তিক মহারাজকে তলব করে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। সোমবার বেলডাঙা থানার আইসি সেই নোটিশ ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখা কার্যালয়ে পৌঁছেও দিয়েছিলেন। যদিও সেই সময়ে কার্তিক মহারাজ আশ্রমে ছিলেন না।

পুলিশের তলব প্রসঙ্গে সোমবার কার্তিক মহারাজ বলেন, ‘আমি কলকাতায় আছি। ফলে নবগ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এ ব্যপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
এর পরে এ দিন কার্তিক মহারাজের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী সাগ্নিকা ব্যানার্জী মেল করে নবগ্রাম থানার পুলিশকে জানিয়ে দেন ওই রিভিশন পিটিশনের কথা। বুধবার ওই পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে। নবগ্রাম থানার ওসি বলেন, ‘কার্তিক মহারাজ আসতে পারবেন না সে কথা তাঁর আইনজীবী মেল করে জানিয়েছেন।’
এ দিকে নবগ্রাম ব্লকের স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে মিছিল করে নবগ্রাম থানায় পৌঁছে কার্তিক মহারাজকে এখনই গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান। তাঁরা ধর্ষকের ফাঁসি চাই বলেও শ্লোগান তোলেন।
এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীর মামলা খারিজ করবেন নাকি পুলিশকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেবেন– সে দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সকলেই।

বাইট:- সোনালী পান্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *