বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাই মোর এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি কাঠ বোঝাই চার চাকা গাড়ি ও স্কুটি আটক করে। তবে বনকর্মীদের দেখে স্কুটি চালক স্কুটি রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। অন্যদিকে চারচাকা গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বিশ্বনাথ বর্মন। সে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা। ডাবগ্রাম রেঞ্জ সূত্রে জানা গিয়েছে ওই চার চাকা গাড়ি থেকে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কাঠ বিহারে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় পলাতক স্কুটি চালক এর খোঁজের তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে ডাব গ্রাম রেঞ্জের বনকর্মীরা।