বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সুন্দরবন অঞ্চলের পরিবেশকে দূষণমুক্ত রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে আগেও। এবার আবার নতুন পরিকল্পনা। সুন্দরবনে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির প্রকল্পের সূচনা। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এবার শুধু পরিবেশ দূষণের কারণ নয়, বরং হয়ে উঠবে সম্পদ। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হলো এক যুগান্তকারী উদ্যোগ। বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প।এতদিন শহরাঞ্চল ও শহরতলির বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো থাকলেও, সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল একপ্রকার অদৃশ্য। এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়ে এলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। হিঙ্গলগঞ্জের কালিতলা, যোগেশগঞ্জ ও গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বিডিও দেবদাস গাঙ্গুলী।
এই প্রকল্পের ফলে, একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে, অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে। স্থানীয় বাসিন্দারাও আশাবাদী, এই উদ্যোগ আগামী দিনে এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।