বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবারই ঘটে যায় সেই ভয়াবহ দীর্ঘটনা। মুহূর্তে ছড়িয়ে পরে সেই খবর। তেলাঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল জারি। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর সময় বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৩৯টি মৃতদেহ বের করা হয়েছে এবং তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার পাশামিলারামের সিগাচি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে এবং এর জেরে আগুন ছড়িয়ে পড়ে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ জানিয়েছেন, ঘটনার সময় কারখানায় প্রায় ৯০ জন কর্মী কাজ করছিলেন।

বিস্ফোরণের জেরে কারখানার শেডটি পুরোপুরি উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে কিছু শ্রমিক শূন্যে ছিটকে পড়ে এবং তারা প্রায় ১০০ মিটার দূরে পড়ে যায়। বিস্ফোরণের পরে প্ল্যান্টে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চালানো হয়েছিল। সেই সময় কমপক্ষে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বিস্ফোরণের কারণ এখনও জানা না গেলেও, এটি রাসায়নিক বিক্রিয়ার জেরে ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এনডিআরএফ, হায়ড্রা ও তেলাঙ্গানা ফায়ার ডিজাস্টার রেসপন্স টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। তেলাঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মাও এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যের গভর্নর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *