বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নদিয়া: নদীয়ার কালীগঞ্জের মোলান্দী গ্রামে বোমাবাজির ঘটনায় এখনো পর্যন্ত তাদের সংখ্যা নয়জন। গ্রেপ্তার হয়েছে ঘটনা মূল অভিযুক্ত তৃণমূলের ভোট সভাপতি গাওল শেখ। এই গাওল সেখ কে গ্রেফতারের জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করছিল নাবালিকার মা। এই গাওল ই নাকি সেদিন কালুকে বোমা মারতে নির্দেশ দিয়েছিল। গাওল সহ গাওলের দুই ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়াতে গা ঢাকা দিয়েছিল গাওল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে খুঁজে বের করে নিয়ে আসে। ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল কালীগঞ্জ থানায়। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং ধৃতদের খোঁজে তল্লাশি চালায়। তল্লাশিতে এখনো পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নদিয়ার কালিগঞ্জ থানার পুলিশ। আজ ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হচ্ছে। ধৃতরা হল আদর শেখ , আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ, আরিফুল শেখ, হাবিবুল শেখ,রহিবুল শেখ, গাওল সেখ,বিমল সেখ। এখনো পর্যন্ত ঘটনায় অথবা ১৫ জন অভিযুক্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ।