বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শান্তনু পান ঘাটাল :হাসপাতালে গিয়ে তিনি জানতে পারলেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।*তারপরই ঘটনার সত্যতা জানতে এপয়েনমেন্ট লেটার নিয়েই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দারস্থ হলেন মৃদুলা আদক মান্না নামে ঘাটালের প্রতারিত মহিলা।
প্রতারিত মহিলা জানান, গত ২০২৩ সালে অনলাইনে তিনি ফর্ম ফিলাপ করেন এবং অনলাইনে ইন্টার্ভিউ দেন। তারপরই সংস্থার পক্ষ থেকে পোশাকের জন্য আড়াই হাজার টাকা নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে পোস্টের মাধ্যমে একটি এপয়েনমেন্ট লেটার পাঠানো হয়। যাতে লেখা রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ১৫ হাজার টাকা বেতনে রিসেপশনিস্ট হিসেবে তিনি চাকরিতে যোগদান করতে পারবেন।
আর সেই লেটার নিয়ে জয়েনিং করতে গিয়ে বিপাকে মৃদুলা দেবী। কিন্তু ২০২৩ এর জয়েনিং লেটার পাওয়ার পর দুবছর বাদে কেন তিনি চাকরিতে যোগ দিতে গেলেন, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।
যদিও এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্য শংকর সারেঙ্গি জানান, চাকরির নিয়োগ পত্রটি সম্পূর্ন ভুয়ো। বিষয়টি সম্পর্কে জানলাম। পুলিশকে বিষয়টি জানাব খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।