বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রামের ঈশানপুর রামডাঙ্গা মধ্যস্থ এলাকা থেকে একটি বজরংবলির মূর্তি মাটি মিচে থেকে বের করে কয়েকজন কিশোর। এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কাতারে কাতারে মানুষ বজরংবলীর মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, ঈশানপুর এলাকায় দীর্ঘদিন আগে ব্রিটিশ আমলে নাকি ডাক্তারখানা ছিল বলে জানাযায় স্থানীয় সুত্রে। কয়েকদিনের টানাবৃষ্টিতে মাটি নিচে থাকা একটি মূর্তি দেখে স্থানীয় কয়েকটি শিশু বলে জানাযায়। তারপর মাটি খুঁড়ে বজরংবলীর মূর্তি মূর্তিটি বের করে স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়াতেই এলাকায় ভির জমতে শুরু করে। এক বাসিন্দা আবার দুধ দিয়ে স্মান করিয়ে দেয় বজরংবলীর মূর্তিটি।