বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রশ্ন উঠেছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এক নাগাড়ে কতদিন ক্ষমতায় থাকতে পারেন? বিতর্ক এই খানেই। আর তার সমাধানেই আলোচনায় বসেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল। রবিবার শুরু হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের যোগ দিয়েছিল বাংলাদেশের মোট ৩০টি রাজনৈতিক দল। সেখানেই আলোচনা চলছিল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া নিয়ে। মূলত একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তা সংবিধানে অন্তর্ভুক্ত করতেই উদ্যোগী হয়েছে ইউনূসের প্রশাসন। কিন্তু দুদিন কেটে গেলেও এই নিয়ে কোনো সহমতে পৌঁছাতে পারে নি বাংলাদেশের দলগুলো। হাসিনার সময়কালে তিনি নিজেই টানা ১৫ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন। তাই এক ব্যক্তিতন্ত্র দূর করতে, এবার সর্বোচ্চ দু’বার পর্যন্ত অর্থাৎ ১০ বছরেই প্রধানমন্ত্রিত্বের মেয়াদ বেঁধে দেওয়ার জন্য প্রস্তাব আনল অন্তর্বর্তী সরকার। যা ঘিরে বৈঠকের মধ্যেই তৈরি হল মতবিরোধ।
বেশ কয়েকটি দল ইউনূসের প্রস্তাব সায় দিলেও বিরোধ প্রদর্শন করল বিএনপি, এনডিএম-র মতো দলগুলির। এই প্রস্তাবে সায় দিল না বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও। রবিবারে কোনও প্রস্তাব নিয়ে একমত হতে না পারায়। সোমবার ও মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয় বৈঠক। কিন্তু তাতেও আসে না সমাধান সূত্র। বৈঠক চলাকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এভাবে ঐকমত্যে আসা সম্ভব হবে না। এর বদলে একজন সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, তা এখনও ভেবে দেখার বিষয়।” আলোচনা এখনও অব্যাহত আছে।