বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলা তো এখন নকল পাসপোর্ট তৈরীর মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সম্প্রতি পুলিশের তৎপরতায় অনেকেই ধরা পড়েছে। এবার ধরা পড়লো বর্ধমানের এক পরিবার। জ্যেঠুকে বাবা আর জ্যেঠিমাকে মা সাজিয়ে জাল নথি। রীতিমতো পাসপোর্ট বানিয়ে কুয়েত গিয়েছেন এক বাংলাদেশি যুবক। ১০ বছর ধরে কেউ ঘুনাক্ষরেও টের পায়নি। তবে তাল কাটল পাসপোর্ট রিনিউ করতে গিয়ে। বাড়ি গিয়ে যাচাই করতেই ধরা পড়ল বড় কেলেঙ্কারি। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার। কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের একাইহাট গ্রামের বাসিন্দা প্রমথ বাগচি ও তাঁর স্ত্রী প্রান্তি বাগচি। তাঁদের বাড়িতে বছর দশেক আগে বেড়াতে এসেছিলেন প্রমথবাবুর ভাইপো, বাংলাদেশি যুবক সাওন বাগচি। প্রাথমিক অনুমান, সাওন কৌশলে প্রমথবাবুকে নিজের বাবা ও প্রান্তিদেবীকে মা সাজিয়ে পাসপোর্ট তৈরির জন্য জাল নথি বানায়। সেই নথি ব্যবহার করেই ২০১৬ সালে সে ভারতের পাসপোর্ট পায়। এরপর দিব্যি কুয়েত পাড়ি দেয়।

প্রমথবাবুর দাবি, তাঁর ভাইপো যে এই ধরনের কাজ করেছেন, তা তিনি কোনওদিন টের পাননি। তাঁদের দাবি, তাঁরা খেটে খাওয়া মানুষ। এই ধরনের জালিয়াতির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। প্রান্তিদেবীও জানান, ‘আমার তিন মেয়ে, এক ছেলে। আমি আবার কী করে আর একজনের মা হব? সাওন আমার দেওরের ছেলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *