বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টিএমসি পার্টি দুষ্কৃতীদের পার্টি ক্রিমিনালদের পার্টি এন্টিস সোশলদের পার্টি সেটা আরেকবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামান্য বাই ইলেকশন তার উল্লাস চয়েচয়কর উদযাপন হচ্ছে আসল বোম ফাটিয়ে। কালী পূজা দুর্গা পূজার মতো পটকা নয়, আসল বোম। আমরা যেমন আফগানিস্তান সিরিয়াতে দেখি বন্দুক ফাটায় সেটাও দেখবো। এর আগে দেখেছি তৃণমূলের যুব নেতা ফাটিয়েছে। এটা ক্রিমিনালদের দল। তাই ইলেকশনের রেজাল্ট ছোট্ট ফুলের মত শিশু সংখ্যালঘু সম্প্রদায়ের সে কিছু জানলেই না তার প্রাণ নিয়ে নেওয়া হল কেন।

#বাচ্চাদের মা বলেছে তার বাড়ি লক্ষ্য করে ১৫ টা বোম মারা হয়। তারা এলাকায় সিপিএম করে।

প্রতিশোধের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেটা আবার দেখতে পেলাম। আজ প্রতিবাদ করছি চালাবেন আপনারা তারপর আবার ধামা চাপা পড়ে যাবে।
অনুব্রত মণ্ডলের যে বলে মা বোনকে বিছানায় নিয়ে আয়। তার শাস্তি হয়নি।

#পুলিশ এর ভূমিকা

পুলিশ জানে না? একটা জায়গায় বাই ইলেকশন হচ্ছে কারা কারা ক্রিমিনাল আছে জানে না? পুলিশ ওইটাই করছিল মুর্শিদাবাদে বোলপুরে শামশেরগঞ্জ থেকে এটা করছিল। মহেশ তলায় যেটা করছিল। দাঁড়িয়ে থেকে দেখছিল দাবিদারি করছিল তারা নেই। পুলিশ এখন জেলিফিশ। শিরদাঁড়া নেই। বেঁচে দিয়েছে।

#মুখ্যমন্ত্রী বলেছে করা ব্যবস্থা।

আজ বিধায়কদের মাটিতে ফেলে মারা হয়েছে। বিরোধীদের কথা শোনার সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডক্টর অশোক লাহিড়ীর বক্তব্য কেন এক্সপাঞ্জ করলেন। স্পিকার উত্তর দিতে পারেননি। কোথায় লেখা রয়েছে আমি বিরতি হয়ে সরকারের বক্তব্য শুনতে না চাইলে আমার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হবে।। আমি যখন প্রতিবাদ করেছি আমার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এক্সেল করা হয়েছে এক্স্পাঞ্জ করা হয়েছে। ১৪ জন সিকিউরিটি নাকি আমাদের দ্বারা আক্রান্ত হয়েছে ডিসপেনসারিতে ঢুকে ব্যান্ডেজ বাধলো। এই সরকার মুখ্যমন্ত্রী নাটক করতে পারে।

#কালীগঞ্জে হিন্দু ভোট
হিন্দুরা জেগে উঠেছে এটা বাই ইলেকশন ভুলে যাবেন না। এখানে উল্লাসযাত্রায় বোম ফেলা হয়।  আমি হিন্দু আমি বিজেপি অনেক হিন্দু ভোটার ভোট দিতে যায়নি। হিন্দু ভোট বিজেপি থেকে আছে। সরকার ফেলতে আর সরকার পরিবর্তন করতে আট মাস বাকি।

# সারা দেশে বিজেপির ফল খারাপ

#৭০ শতাংশ হিন্দু ভোট পেলে শান্তি ফিরে আসবে। শুভেন্দু অধিকারী বলছেন

সরকার হলে এখানে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে। মুসলিম মেজরিটি হলে হিন্দুরা শান্তিতে নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে ডাক্তার যিনি লন্ডনের প্রতিবাদ করেছে তার বাড়িতে যেতে দেওয়া হবে না।

# বিধানসভায় পুরুষ কমিশনের দাবি

সমাজের পুরুষ মানেই শক্তিশালী মনে করা হয়। এই ধরনের বস্তাপাছা সেন্টিমেন্ট সুনাম রাজবংশী এবং কয়েকটি ঘটনা আমি মহিলা মহিলাদের জন্য লড়াই করি কিন্তু অন্য সাইড অফ টা স্টোরিও বলতে হবে ছেলেদেরকে মিথ্যে ফাঁসিয়ে তাদের অত্যাচার নয় তাদের খুন করা হচ্ছে। যদি মহিলা কমিশন থাকে তবে পুরুষ কমিশন কেন থাকবে না।

#হিন্দু নিয়ে নতুন দল

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় এটা 26 এর নির্বাচনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না।

#শওকত মোল্লা বলছে পীরজাদা রাজনীতিতে এসছে মুসলিম সমাজকে কলুষিত করছে

সেই ফুরফুরা শরীফের মানুষকেই তো তৃণমূলে আনা হলো কোন ইনসিকিউরিটিতে বলছেন সেটা বলতে পারব না।
কোন সম্প্রদায়ের জন্য এই সরকার কোন কাজ করেনি।

কলকাতা পুলিশ করছে সোনাগাছির যৌনকর্মীরা মিছিল করছে বিক্ষোভ জানাচ্ছে

আমাদের সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন সোনাগাছির বোনেদের কে সম্মান করে। পুলিশকে বলেছেন তাদের কোন আদর্শ নেই তাদের নীতি নেই কিছু নেই। তার বক্তব্যকে টুইস্ট করে তৃণমূল ফায়দা নিতে চাইছে। পূর্ণিমা ভট্টাচার্য শশী পাজা আপনারা আগে অনুব্রত মণ্ডল কে এরেস্ট করে দেখান।

নিরাপত্তা আহত
মুখ্যমন্ত্রী যেরকম পা ভাঙ্গা নাটক করেছিলেন। রেজাল্ট বেরোনোর পরে মিলতিয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। একই রকম নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *