বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ রামের মন্দিরে গিয়ে আর্শীবাদ প্রার্থনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ সকালেই তিনি রাম মন্দিরে গিয়ে আর্শীবাদ প্রার্থনা করলেন। জেলা সভাপতি জানালেন আমাদের সবার মাঝে এই একটা শব্দ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজকের এই শুভদিনে তার কাছে গিয়ে তার আর্শীবাদ প্রার্থনা করলাম। ভালো এবং খারাপ এই নিয়েই চলছে এই পৃথিবী।তবে সবসময় ভালোর জয় হবে। এবং পরাজিত হবে খারাপ। আজকের এই দিনে ভগবান রামের কাছে প্রার্থনা করে জয় চাইলাম। আমাদের নেত্রী মা মাটি এবং মানুষের ভালো চান। তাই আমাদের দরকার সেইসব মানুষের কাছে চলে যাওয়া যাদের এই পৃথিবীতে প্রকৃতই সবকিছুই প্রয়োজন আছে। আমাদের দল সাধারন দল এবং সবসময় সাধারন মানুষের কাছে থাকে। আগামী নির্বাচনে আমাদের দলের জন্য আর্শীবাদ চাইলাম এবং প্রার্থনা করলাম ভগবান রামের কাছে।