বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান হল। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
জানা গিয়েছে, রাহুলের কপ্টারে আয়কর দফতর নয়। নির্বাচন দফতরের ফ্লাইং স্কোয়াডের পক্ষ এই অভিযান হয়৷ কেরলে নিজের কেন্দ্র ওয়েনাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাহুল গান্ধী। সেই সময় এই অভিযান হয়। তামিলনাড়ুতে এই তল্লাশি অভিযান হয়।
রাজনৈতিক প্রচারের জন্য ভোটের সময় নেতারা হেলিকপ্টার ভাড়া নেন। সেই ক্ষেত্রেই এবার কমিশনের তরফ থেকে তল্লাশি চালানো হয়। এই নিয়ে দলের তরফে কোনও বিবৃতি এই খবর লেখা পর্যন্ত দেওয়া হয়নি। রাহুল গান্ধীও আলাদা করে কোনও বার্তা দেননি৷
বিজেপি বিরোধীদের উপর নজরদারি চালাচ্ছে। এজেন্সি ব্যবহার করে রাজনৈতিক প্রচারে বাধা দিচ্ছে। এমন অভিযোগ বিরোধী শিবির থেকে করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন কেবল রাহুল গান্ধীর হেলিকপ্টার নয়৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারেও তল্লাশি হয়।
জানা গিয়েছে, হলদিয়া উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। সেই সময় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য সেখানে পৌঁছান। কপ্টারটি পরিদর্শন করেন তারা। রবিবার এই কপ্টারেই আয়কর দফতরের তল্লাশি অভিযান হয়েছিল বলে খবর।
রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশির ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের আটকে রাখতে চাইছে বিজেপি? বিজেপি নেতাদের পরিকল্পনাতেই এই ঘটনা? তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এই ঘটনায় কোনও মন্তব্য কর হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে কেন আয়কর দফতরের হানা হয়েছিল? সেই নিয়ে তৃণমূল যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। কত ভাবে বিজেপি হেনস্থা করতে পারে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। রবিবার ও সোমবারের তল্লাশি অভিযানের ঘটনায় ক্ষোভ তৃণমূলের।