বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। রাজ্য সরকার তাঁর বাড়ির উপর নজর রাখছে। তাঁদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ করা হয়েছে। বুধবার অর্জুন সিংয়ের তরফে আইনজীবী আদালতে এই আবেদন জানিয়েছেন। আবেদনের ভিত্তিতে মামলা করার অনুমতিও দেওয়া হয়েছে।
কিন্তু কী অভিযোগ আনা হয়েছে অর্জুন সিংয়ের তরফে? তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাননি ব্যারাকপুরের সাংসদ। তিনি কালবিলম্ব না করে পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। সেখানেই দলবদল হয়। ফের তিনি পদ্ম শিবিরে ফিরে আসেন। ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তিনি লোকসভা ভোট লড়ছেন।
তৃণমূল কংগ্রেস তাঁর উপর নজরদারি চালাচ্ছে। রাজ্য সরকারও নজর রাখছে। এমনই অভিযোগ এবার আনা হয়েছে অর্জুন সিংয়ের তরফে। তিনি এবার বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকেই তাঁর বাড়ির এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই সিসিটিভি লাগানো হয়েছে।
এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। এ তো ভালো খবর। কিন্তু এর নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মনে করছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর বাড়ির উপরেই এই নজরদারি চলছে। অর্জুন সিংয়ের সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন। সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ ব্যারাকপুরের এবারের বিজেপি প্রার্থীর।
গতকাল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ২০ বছর আগের একটি খুনের প্রসঙ্গ তুলেছেন। তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিং সেই সময় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে তিনি আদালতের নির্দেশে ছাড়া পেয়ে যান। ভোটে জিতে পার্থ ভৌমিক সাংসদ হলে ফের সেই মামলার তদন্ত হবে। এমন কথাই জানানো হয়েছে।
তাহলে কি অর্জুন সিংকে বিভিন্ন দিক দিয়ে ঘিরতে চাইছে সরকার? এই প্রশ্ন উঠছে। ব্যারাকপুর কেন্দ্র নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। অর্জুন সিং কোন পদক্ষেপ গ্রহণ করবেন? সেই প্রশ্ন উঠছে।
অন্য দিকে কেন্দ্রীয় সরকার অর্জুন সিংকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে। বুধবার এই খবর জানা গিয়েছে। জেট ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা থাকছে অর্জুন সিংয়ের। সাধারণত মন্ত্রীদের ক্ষেত্রে এই জেট ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। অর্জুন সিংকে সেই উচ্চতাকেই রাখল কেন্দ্রীয় সরকার। এর কি কোনও বিশেষ গুরুত্ব রয়েছে? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশের কাছে।