বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক রোগী পরিষেবা এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক বৈঠক করলেন মেয়র গৌতম দেব।আজ তিনি জানান আমাদের এই মেডিক্যাল কলেজের জন্য কিছু করা উচিত।
কিভাবে রোগীদের জন্য কিছু করতে পারা যায়,যাতে এখানে আসা রোগীদের এখানে চিকিৎসা করতে এসে কোনভাবেই অসুবিধা না হয়। বিশেষ করে যারা একেবারে বাইরে থেকে আসেন তাদের আত্মীয়দের নিয়ে এখানে চিকিৎসা করাতে তাদের জন্য আমাদের দরকার কিছু দেখা। করে দেখানো। কিভাবে এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে উন্নত করতে পারা যায় সেই চিন্তা করছি। মেয়র আরো জানান আমাদের দরকার মানুষকে পরিসেবা দেওয়া। সেটাই আমরা করে দেখাবো। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডাক্তার এবং অন্যান্য পদাধিকারীরা। মেয়র জানান আমি বেশ কিছু প্রসঙ্গ তুলে তার সমাধানের চিন্তা করেছি। তারা আমাকে জানিয়েছেন চিন্তা করে আমাকে জানিয়ে দেবেন এবং আমি সেই কাজটা শুরু করে দেব। দেখা যাক আমি মেয়র হিসাবে কতটা কি করতে পারি। অবশ্য আমি করতে পারলে ভালো লাগবে।বলে জানালেন তিনি।