বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই গোটা জলপাইগুড়ি শহরে জোরদার মিছিল শুরু করেছে তৃণমূল কংগ্রেস।আজ সকাল থেকেই প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে গোটা শহর জুড়ে প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস।
সৈকত চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করে জেলা তৃণমূল কংগ্রেস। জেলার নেতৃত্ব তো উপস্থিত ছিলেনই উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সকল সমর্থকেরা। বাড়িতে বাড়িতে গিয়ে ভোটদাতাদের সামনে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এদিন নির্মল চন্দ্র রায় জানান এবারে জলপাইগুড়িতে তৃণমূল অনেকটাই শক্তিশালী আর আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় সারা বাংলার মানুষের কথা ভেবেই প্রকল্প শুরু করেছেন। আর তৃণমূল কংগ্রেস মানুষের কাজে এবং মানুষের পাশে থাকে।তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের হাত শক্ত করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ভোটে জিতিয়ে দিয়ে। এদিন সকাল এবং বিকেলে আলাদা আলাদা করে মিছিল করেন তৃণমূল কংগ্রেস এর সকল সদস্য এবং সমর্থকেরা।