বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::দিলীপ ঘোষের পর এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে শোকজ করল নির্বাচন কমিশন। বিডিও অফিসে গিয়ে তিনি যে টাইট দেওয়ার কথা বলেছিলেন তা নিয়েই শো কজ করা হয়েছে। সেই সঙ্গে জেলা শাসক এবং বিডিওর কাছেও পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।


ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ বিডিও অফিসে গিয়ে বলেছিলেন, জেতার পর কীভাবে টাইট দিতে হয় তিনি দেখে নেবেন। হিরণের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিনি ডেবরার বিডিওকে সরাসরি গ্রামবাসীদের সঙ্গে থেকে এলাকা শাসক দলের কাউকে ঢুকতে না দেওয়া অনুরোধ জানিয়েছিলেন।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষের বিরুদ্ধে নারী বিদ্বেষী বলে অভিযোগ করা হয়। বুধবার সকালেই নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল শাসক দল। নালিশ পেয়েই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেন তাঁরা। তারপরেই বিকেলে দিলীপকে শোকজ করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিলীপ ঘোষকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে জবাব দিতে হবে। সেটা না হলে ধরে নেওয়া হবে তাঁর কোনও মতামত বা বক্তব্য নেই। তারপরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা হিরণকে। ঘাটাল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেতা দেবকে। এর আগে দেবকে নিয়েও একাধিক আক্রমণ শানিয়েছেন হিরণ। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। এমনকী দেব ঘাটাল কেন্দ্র থেকে পরাজিত করার কথা বলেছেন তিনি। কয়েকদিন আগে ঘাটাল কেন্দ্রে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ঘাটাল এলাকা। এই নিয়ে শাসক দলকে নিশানা করেছিলেন তিনি।

তারপরে আবার গতকাল ডেবরায় বিিডও অফিসে গিয়ে যেভাবে বিডিও সামনে ভোটের পর টাইট করে দেওয়ার হুমকি দিয়েছেন হিরণ তাতে চাপ বেড়েছে বিজেপি শিবিরে। কমিশন ইতিমধ্যেই জেলা শাসক এবং বিডিওর কাছে রিপোর্ট তলব করেছে তারপরেই বিজেপি প্রার্থীকে শোকজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *