বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর একদিন পরেই রঙের উৎসব হোলি। কিন্তুু অনেক বছর পরে বৃষ্টির কারনে দোলের আনন্দের আকাশে ঘন মেঘ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার শিলিগুড়িতে 92% বৃষ্টির সম্ভাবনা থাকছে। অনেকেই এখন মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জেনে যান। তাদের অনেকেই এখন জেনে গেছেন বৃষ্টির দাপটের কথা। যদিও তার মধ্যে আবীর কিংবা রঙ কেনার ভাটা পড়ে নি শিলিগুড়িতে। শিলিগুড়ির সব পাড়াতেই রঙের দোকান সাজানো হয়েছে। আর বিধান মার্কেট, হায়দারপাড়া এবং সুভাষপল্লীতে তো আছেই। বাচ্চাদের হাত ধরে বড়রাও উৎসাহী হয়ে পড়েছেন আবীর এবং পিচকারী কিনতে। এবারে শিলিগুড়িতে অন্যান্যবারের তুলনায় বিক্রি অনেকটাই কম বলে জানিয়েছেন বিক্রেতারা। যাও বা তারা আশায় ছিলেন কিন্তুু বৃষ্টির কারনে সব মাটি হয়ে যেতে বসেছে। পরপর দুদিন ছুটি ঠিক কতটা উপভোগ করতে পারবে শহর শিলিগুড়ির মানুষ এখন এটাই দেখতে চান সকলে। তবে সবকিছু সময় বলে দেবে বলে মনে করছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *